Published On: Sat, Jun 18th, 2016

আবার বাড়ল স্বর্ণের মূল্য

Share This
Tags

gold

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো সোনার দাম বাড়ানো হলো। নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনায় সর্বনিম্ন ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে।  শনিবার (১৮ জুন) থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছর এ নিয়ে ৬ বার দেশের বাজারে বাড়ল সোনার দাম। সর্বশেষ গত ৬ মে সোনার দাম প্রতি ভরিতে ১২২৫ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনায় ১ হাজার ২২৫ টাকা এবং ২১ ক্যারেট সোনায় ১ হাজার ১৬৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনায় ৯৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার ৭০০ টাকা আর প্রতিভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৫৮ টাকা বেড়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সভাপতি কাজী সিরাজুল ইসলাম জানান, আসলে আমাদের দেশের সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার gold 1কারণে দেশের বাজারেও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে

বাজুস। এতে দেশের বাজারে সোনা বেচাকেনায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করেছেন তিনি।