Published On: Tue, Feb 9th, 2016

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক

Share This
Tags

australia cricket team

অস্ট্রেলিয়া চমক দিয়েই ঘোষণা করেছে তাদের টি-টোয়েন্টি বিশ্ব আসরের দল। আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় এই আসরেই তাদের তিন খেলোয়াড়ের অভিষেক হবে। শুধু তাই না, তারা তাদের টি-টোয়েন্টি অধিনায়কও বদলে ফেলেছে! অ্যারন ফিঞ্চের জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে স্টিভেন স্মিথকে। স্মিথ এখন অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটেরই দলের অধিনায়ক। ফিঞ্চ নেতৃত্ব হারালেও দলে আছেন।

২০১৪ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় ফিঞ্চকে। মাত্র ছয়টি ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পেরেছেন। দেশের মাটিতে শেষ সিরিজে তার নেতৃত্বেই ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্ব আসরে দেখা যাবে উইকেটকিপার পিটার নেভিল, বাঁ হাতি স্পিনার অ্যাশটন অ্যাগার ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে। এতদিন উইকেট রক্ষার কাজটি করতে ম্যাথু ওয়েড। তাকে বাদ দেয়া হলো। নেভিল এখনো সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। টেস্ট খেলেছেন ১০টি। অ্যাগার টি-টোয়েন্টি খেলেননি। নিউজিল্যান্ডে ওয়ানডে অভিষেক হওয়ার পর সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেই ঢুকে পড়লেন জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হাস্টিংস, জস হ্যাজলউড, উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, অ্যান্ড্রু টাই, শেন ওয়াটসন, অ্যাডাম জাম্পা।