হলমার্ক কেলেঙ্কারি : ৪ ব্যাংক কর্মকর্তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার চার ব্যাংক কর্মকর্তাকে কাশিমপুর জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা ১১টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। জেল গেটে তাদের জিজ্ঞাসাবাদ করছেন দুদকের তদন্ত দল। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছিল।
এই চার কর্মকর্তা হলেন- সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার বরখাস্ত করা ব্যবস্থাপক এ. কে. এম. আজিজুর রহমান, ব্যাংকের বরখাস্ত করা জি এম মীর মহিদুর রহমান এবং বরখাস্ত করা দুই ডি জি এম শেখ আলতাফ হোসেন ও সফিজউদ্দিন আহমেদ।