Published On: Wed, Dec 24th, 2014

স্মৃতিশক্তি কমতে পারে দাঁত পড়লে

Share This
Tags

image_165010.2014-12-19_21_550909

দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। প্রাপ্ত বয়স্ক মানুষের দাঁত পড়ে গেলে নাকি স্মৃতিশক্তি ও চলাফেরা করার ক্ষমতা কমে যায়। এমনই দাবি করা হয়েছে একটি গবেষনা রিপোর্টে। রিপোর্টটি প্রকাশিত হয়েছে অ্যামেরিকান গেরিয়াট্রিকস স্যোশাইটি জার্নালে। ইংলিশ লঙ্গিচুডিনাল স্টাডি অফ এজিং নামক সংস্থাটি ওই সমীক্ষা করেছে। ষাট বা তার বেশি বয়সের ৩১৬৬ জনের ওপর সমীক্ষা চালানো হয়। এরপর স্মৃতিশক্তি ও চলাফেরার ক্ষমতা নিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণ করা হয়। এত দেখা যায়, যাদের দাঁত নেই তাদের স্মৃতিশক্তি ও চলাফেরা করার ক্ষমতা ১০ শতাংশ কম। ওই সংস্থা জানিয়েছে, মূলত সমাজ, জনসংখ্যা, স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা ,অবসাদ ধূমপান, মদ্যপানের মতো কারণেই দ্রুত দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের নামকরা লেখক ড. জিয়রগিওস সাকোস বলেছেন, দাঁত পড়া এখন মানসিক ও শারীরিক দিক থেকে বৃদ্ধ হওয়ার লক্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত, ৬০-৭৪ বছর বয়সীদের ক্ষেত্রে তা বেশি করে বোঝা যায়। সাকোস আরও জানিয়েছেন, দাঁত পড়ে যাওয়া, শারীরিক, মানসিক অবনতি এগুলি সবই আর্থ-সামাজিক গঠনের ওপর নির্ভরশীল। শিক্ষা এবং সুস্বাস্থ্যই পারে সমাজে পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে স্বাভাবিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বাড়াতে।

Leave a comment

You must be Logged in to post comment.