স্পট ফিক্সিং-কাণ্ডে বাদ গেলেন না আম্পায়ারও
ক্রিকেটার, অভিনেতা, প্রযোজক, বোর্ড সভাপতির জামাইয়ের পর এ বার তালিকায় ঢুকল আম্পায়ারও। যত সময় যাচ্ছে ধীরে ধীরে গভীর থেকে আরও গভীরে প্রবেশ করছে ক্রিকেটে কালো টাকার ছায়া। স্পট ফিক্সিংয়ে তদন্ত চলা-কালীন এ বার উঠে এল পাক আম্পায়ার আসাদ রউফের নাম।
এমনিতে পেশাগত দিক থেকে স্বচ্ছ ছিলেন বলে নামডাক ছিল তাঁর। কিন্তু এ বার এই কলঙ্কিত অধ্যায়ের সঙ্গে জুড়ে গেল তাঁর নাম। অভিযুক্ত বলিউড অভিনেতা বিন্দু দারা সিংহের বিস্ফোরক স্বীকারুক্তি থেকে এমনটাই জানা যাচ্ছে। পুলিশি জেরার মুখে বিন্দু এ দিন স্বীকার করেন যে ম্যাচ গড়াপেটায় অবদান ছিল রউফেরও। ম্যাচ ফিক্সিংয়ের জন্য বুকি পবন জয়পুর একটি দামি উপহার পাঠিয়েছিলেন প্রথম সারির ওই পাক-আম্পায়ারকে। সেই উপহার আবার আনতে গিয়েছিল বুকি প্রেম তানজার ভাই। পুলিশের অনুমান দুবাই পালিয়েছে পবন। তবে প্রেমকে ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে আসাদ রউফকে।
১৫ মে মুম্বই এবং রাজস্থানের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন আসাদ। পুলিশের অনুমান ওই ম্যাচেই ফিক্সিং করেছিলেন তিনি। ওই ম্যাচে ফিক্সিং করেছিল শ্রীসন্থ-চান্ডিলারাও।