সুরঞ্জিত সেনগুপ্ত গুরুতর অসুস্থ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এপিএম সোহরাবউজ্জামানের তত্ত্বাবধানে আছেন।
সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বিকেলের দিকে তার ঝিগাতলার নিজ বাসায় হঠাৎ করে সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে তাকে ধানমণ্ডির ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
এর আগেও বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ এই পার্লামেন্টারিয়ান হাসপাতালে ভর্তি হয়েছেন।
সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বিকেলের দিকে তার ঝিগাতলার নিজ বাসায় হঠাৎ করে সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে তাকে ধানমণ্ডির ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
এর আগেও বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ এই পার্লামেন্টারিয়ান হাসপাতালে ভর্তি হয়েছেন।