সামাজিক যোগাযোগ সাইট ইউটিউব খুলে দিয়েছে সরকার
দীর্ঘ আট মাস বন্ধ রাখার পর সরকার ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে খুলে দিয়েছে। ফলে সামাজিক যোগাযোগ সাইটটিতে এখন ঢোকা যাচ্ছে।
ইসলাম ও হজরত মোহাম্মদকে (সা.) অবমাননা করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর জন্য সরকার বাংলাদেশে গত সেপ্টেম্বরে সাইটটি বন্ধ করে দেয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানান, ‘ইউটিউব থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়ে গেটওয়েগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।’
অবশ্য ওই চলচ্চিত্রের নাম করে দীর্ঘদিন ইউটিউবে বন্ধ রাখায় সমালোচনার মুখে পড়ে সরকার। এ নিয়ে সামাজিক যোগাযোগ সাইটে প্রতিবাদের ঝড় উঠে।