Published On: Tue, Aug 19th, 2014

শেরেবাংলা কৃষিতে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর

Share This
Tags

resize_1408364000শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে দিনে বা রাতে যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে ফরম পূরণ করে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ও জেনারেল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে। তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ-৭.০০ থাকতে হবে।

ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।

 

Leave a comment

You must be Logged in to post comment.