Published On: Fri, Jan 22nd, 2016

শুক্র-শনিবার ক্লাস হবে ঢাবিতে

Share This
Tags

MINOLTA DIGITAL CAMERA

অষ্টম জাতীয় বেতন কাঠামোর অসংগতি নিরসনে তিন দফা দাবিতে কর্মবিরতির কারণে ক্ষতি পুষিয়ে নিতে শুক্র ও শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার ঢাবি ক্লাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, কর্মবিরতির কারণে কয়েক দিন ক্লাস বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হয়েছে। এ জন্য শুক্র ও শনিবার ক্লাস নেওয়া হবে।
এবঅবে ক্লাস নিলে এক সপ্তাহের মধ্যে ক্ষতি পুষিয়ে যাবে বলে জানান তিনি। তবে কোনো বিভাগ বা শিক্ষকরা চাইলে এর পরও শুক্র-শনিবার ক্লাস নিতে পারবেন।
বেতনকাঠঅমোর বৈষম্য নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। মঙ্গলবার কর্মবিরতি পালন শেষে বিকালে এই কর্মসূচি স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষকদের বিষয়টি অবিলম্বে সুরাহার আশ্বাস দেন। কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যেতে শিক্ষকদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী।