যৌনতাই আফ্রিকার মূল সমস্যা
আফ্রিকায় সমস্যার মূল হিসেবে যৌনতা এবং অলসতা কে দায়ী করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি। গত রোববার প্রেসিডেন্টের বক্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মুসেভেনির মতে, আফ্রিকার মানুষ অলস আর অতিমাত্রায় যৌনকাতর। আর একই সঙ্গে বংশবৃদ্ধি ঘটিয়ে দুনিয়া ভরিয়ে ফেলার তালে থাকে। এ কারণে তারা দিনে দিনে গরিব হয়ে যাচ্ছে।
আফ্রিকার এই দেশটির আয়তন ৯১ হাজার ১৩৫ বর্গমাইল। জনসংখ্যা ৩ কোটি ৯২ লাখ। দেশটি মূলত বৈদেশিক সহায়তা ও অনুদানের ওপর নির্ভরশীল। উগান্ডার দাতব্য খাতে যুক্তরাজ্য আট কোটি casino online ৩০ লাখ পাউন্ড দিতে যাচ্ছে।
মুসেভেনি বলেন, সমকামীদের সমঅধিকারের বিষয়ে কোনো দাতা দেশ যদি অটল থাকে, তাহলে তাদের সহায়তা নেওয়াটা পাপ হবে।
সূত্রঃ ইন্টারনেট ডেস্ক রিপোর্টঃ আদনান অনিন্দ্য