Published On: Fri, Apr 29th, 2016

মুম্বাইয়ের সহজ জয়

Share This
Tags

kolkatta

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। আউট হয়েছেন ৬ রানে। বোলিংয়ে অবশ্য বাংলাদেশি অলরাউন্ডার ৩০ রানে পেয়েছেন ১ উইকেট। বিধ্বংসী হয়ে ওঠা আম্বাতি রাইডুকে ফিরিয়েছিলেন তিনি। তাতে অবশ্য লাভ হয়নি কলকাতা নাইট রাইডার্সের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যে হেরেছে ৬ উইকেটে। গৌতম গম্ভীর (৫৯) ও রবিন উথাপ্পার (৩৬) ৬৯ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পাওয়া কলকাতা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রানের কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিল মুম্বাইয়ের দিকে। কিন্তু রোহিত শর্মার ৬৮ রানের পর কিয়েরন পোলার্ডের ১৭ বলে ৫১* রানের ঝোড়ো ইনিংসটিতে ২ ওভার আগেই জয় নিশ্চিত করে মুম্বাই।