Published On: Thu, Nov 20th, 2014

মাসকট উন্মোচন হল ইউরো ২০১৬ এর

Share This
Tags

1966143_w2

উয়েফা ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের মাসকট উন্মোচন করা হয়েছে। তবে, এখনও মাসকটটির কোনো নাম দেওয়া হয়নি। নাম প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

২০১৬ সালে ফ্রান্সে বসবে ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের আসর। সেখানে আসরের কেন্দ্রবিন্দুতে থাকবে এ মাসকটটি। শিশু আর সুপারহিরো হিসেবে মাসকটে দেখা যাবে একটি কার্টুন ছেলেকে। ফ্রান্সের জার্সি পরিহিত অবস্থায় কার্টুনটিকে দেখা যাবে।

টুর্নামেন্টের আয়োজকরা প্রথমে টুইটারে মাসকটটি উন্মোচন করেন। নাম দেওয়া না হলেও আয়োজকরা জানিয়েছে নভেম্বরের ২৬ তারিখে মাসকটটির নাম দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা আরো জানায়, সমর্থকদের ভোটে এটির নাম নির্ধারণ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্ট ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Leave a comment

You must be Logged in to post comment.