মাকড়সা মারাতে গিয়ে মামলার দায়
একটি মাকড়সা মারার জন্য কিছু তোয়ালে জোগাড় করে ওতে আগুন দেন তিনি। সেই আগুন ছড়িয়ে গেল অর্ধেক বাড়িজুড়ে। আগুন নেভাতে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট গিয়ে গলদঘর্ম হলো। এই অপকর্মের দায়ে গ্রেপ্তারও হলেন সেই নারী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের হাচিনসন শহরে এ ঘটনা ঘটে বলে দ্য ইনডিপেনডেন্ট অনলাইনের খবরে জানানো হয়।
গ্রেপ্তার হওয়া নারীর নাম গিনি গ্রিফিথ (৩৪)। তিনি একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের অর্ধেক অংশে থাকতেন। গিনি গ্রিফিথ পুলিশের কাছে দাবি করেন, তার বাসায় একটি মাকড়সা দেখেন তিনি , সেই মাকড়সা মারতে সিগারেটের লাইটার দিয়ে তোয়ালে আগুন ধরিয়েছিলেন তিনি। কিন্তু আগুন নিয়ন্ত্রন এর বাহিরে চলে যাওয়াতে ঘটে এই বিপত্তি।
দমকল কর্মকর্তা ডাউগ হানেন বলেন, গ্রিফিথের অংশের ডুপ্লেক্স থেকে হালকা ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক মিনিটের মধ্যে আগুন নেভান।
এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিসংযোগের অভিযোগে গ্রিফিথকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট – আদনান অনিন্দ্য ।