Published On: Tue, May 7th, 2013

ব্রিটেনে অল্প বয়সেই যৌনতায় ঝুকে পড়ছে ছেলেমেয়েরা

Share This
Tags

Teacher_-_generic_1640555aব্রিটেনের স্কুলশিক্ষার্থীরা ১০ বছর বয়সেই যৌনাচরণে অভ্যস্ত হয়ে পড়ে এবং ক্লাসমেটদের সঙ্গে নগ্ন ছবি চালাচালি করে থাকে। এক জরিপে এই ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে।

দেখা যাচ্ছে, স্কুলছাত্ররা তাদের মেয়ে বন্ধুদের কাছে তাদের যৌনাঙ্গের ছবি পাঠায় এবং ১২ বছর বয়সী মেয়েরা তাদের বন্ধুদের দাবির মুখে নিজেদের খোলামেলা ও যৌনাচরণের ছবি শেয়ার করে।

মিশেল বেরি নামের একজন ৭ হাজার স্কুলশিক্ষার্থীর ওপর এই জরিপ চালান। তিনি জানান, আমি হতভম্ব হয়ে গেছি যখন ১৩ বছর বয়সী শিক্ষার্থীদের একটি ক্লাসে গিয়ে জিজ্ঞেস করেছি যে, তাদের মধ্যে এমন কেউ আছে কি না, যে কখনো বন্ধুদের কাছে নগ্ন ছবি প্রেরণ করে নি। এদের একজনও সেখানে হাত তোলেনি।

সবচে উদ্বেগের ব্যাপার হলো, এসব বাচ্চা শিশুদের কেউই এই কাজকে সমস্যা হিসেবে দেখছে না। বরং, তারা এটাকে স্কুল জীবনের অবিচ্ছেদ্য একটা ব্যাপার মনে করছে।

Leave a comment

You must be Logged in to post comment.