ব্যাটারিতে এক বছরের ওয়ারেন্টি স্যামসাং-এর

স্যামসাং মোবাইল বাংলাদেশ হ্যান্ডসেট ব্যাটারিতে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এ অফার অনুযায়ী, স্যামসাং তাদের হ্যান্ডসেট ব্যাটারির ওয়ারেন্টি মেয়াদ ৬ মাস থেকে এক বছর পর্যন্ত বাড়িয়েছে। এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন,গ্রাহকদের পছন্দনীয় হ্যান্ডসেটের সাথে সেরা অফার দিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এলো স্যামসাং হ্যান্ডসেটের ব্যাটারিতে এক বছরের ওয়ারেন্টি সুবিধা। আমরা আমাদের গ্রাহক সেবাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার দায়িত্ববোধ থেকেই এই পদক্ষেপ গ্রহণ করেছি। নতুন এই অফারটি দেশব্যাপী অনুমোদিত স্যামসাং স্টোর থেকে কেনা প্রতিটি স্যামসাং হ্যান্ডসেটে প্রযোজ্য হবে। অফারটি সর্ম্পকে বিস্তারিত জানতে ০৯৬১২-৩০০-৩০০ অথবা নিকটস্থ স্যামসাং স্টোরে ভিজিট করতে বলা হয়েছে।