বোমা হামলায় বেঁচে গেলেন আফগান প্রেসিডেন্ট প্রার্থী
প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহ আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাজধানী কাবুলে নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে তার গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
এতে চারজন বেসামরিক নাগরিক নিহত হলেও বেঁচে যান আবদুল্লাহ। তার কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র।
হামলার পরপরই এক টেলিভিশনে আবদুল্লাহ জানান, তিনি অল্পের জন্য বেঁচে গেলেও তার নিরাপত্তারক্ষীরা আহত হয়েছেন।
কোনো পক্ষ এখনো এ হামলার দায় স্বীকার করেনি।