Published On: Sat, Mar 5th, 2016

বিয়ে করলেন ঊর্মিলা

Share This
Tags

urmila

প্রীতি জিনতার পর বিয়ের ফুল ফুটল আরো এক বলিউড অভিনেত্রীর জীবনে। কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মোহসিন আখতার মীরকে বিয়ে করলেন ঊর্মিলা মাতণ্ডকর। সূত্রের দাবি,  একেবারেই বলিউড গ্ল্যামার থেকে দূরে, পরিবারের কিছু সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি বিয়ে সেরেছেন অভিনেত্রী। বলিউড থেকে ঊর্মিলার বিয়েতে একমাত্র উপস্থিত ছিলেন মনীষ মলহোত্রা, কারণ তিনি অভিনেত্রীর খুব ঘনিষ্ঠ বন্ধুও। ঊর্মিলা জানিয়েছেন, তিনি এবং মোহসিন দুজনেই বিয়েটিকে একান্ত ব্যক্তিগত রাখতে চেয়েছেন। ‘রঙ্গিলা’, ‘পিঞ্জর’, ‘সত্য’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’ ‘ভূত’-এর মতো বহু হিট ছবি তিনি বলিউডকে উপহার দিয়েছেন।