Published On: Tue, May 6th, 2014

বিবাহোত্তর সংবর্ধনা দেশে ফিরেই

Share This
Tags

rani_0পুরোপুরি গোপনেই ইতালিতে বিয়ের কাজটা সেরেছিলেন বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি ও পরিচালক আদিত্য চোপড়া। ঘনিষ্ঠজনদের আনুষ্ঠানিকভাবে জানান দেয়াও হয়নি তাদের বিয়ের খবরটি। তাই দেশে ফিরেই ঘনিষ্ঠদের জন্য নৈশভোজের আয়োজন করলেন এ চোপড়া দম্পতি।

গোপনে বিয়ে করলেও মিডিয়ার খবর থেকে বিষয়টি লুকাতে পারেননি এ নব-দম্পতি। খবর প্রকাশের পরই একের পর এক শুভকামনা পেতে থাকেন তারা। সম্প্রতি ভারতে ফিরেই শুভাকাঙ্ক্ষিদের জন্য নৈশভোজের আয়োজন করেন। চোপড়া বাংলোতে আঁটসাট নিরাপত্তা বেষ্টনিতেই সম্পন্ন হয় তাদের এ আয়োজন।

রানী ও আদিত্যের আমন্ত্রণে নৈশভোজে উপস্থিত হয়েছিলেন পরিবারের সদস্যসহ বন্ধু-বান্ধব ও মিডিয়ার ঘনিষ্ঠজনরা। মা হিরু জোহরের সঙ্গে এসেছিলেন রানীর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর। আরো এসেছিলেন সস্ত্রীক অনুপম খের, গায়ক নিতীন মুকেশ, সিদ্ধার্থ কাকের মতো হাতেগোনা কয়েকজন তারকা।

গত ২১ এপ্রিল ইতালিতে বিয়ে করেন রানী-আদিত্য।

Leave a comment

You must be Logged in to post comment.