বাংলা ঝড়ে উড়ে গেল আফগানিরা
সামিউল্লাহ শেনওয়ারিকে লং অনের ওপর দিয়ে ছক্কা মারার পর বাতাসে ব্যাট ছুড়ে এনামুল হকের উল্লাস জয়ের আনন্দের সঙ্গে প্রচণ্ড চাপ থেকে মুক্তির স্বস্তিও মিশে; যদিও ম্যাচ সেরা সাকিব আল হাসানের কাছে আফগানিস্তানকে ৯ উইকেটে হারানো আদতে বড় কোনো ঘটনা নয়। বড়জোর এশিয়া কাপের দুঃসহ স্মৃতি আর আফগানিস্তানকে ঘিরে সৃষ্ট ‘হাইপ’টাকে যে গলাটিপে মারতে পারার সামান্য স্বস্তি ঝরেছে তাঁর কণ্ঠে। তবে আমজনতার কাছে এটা বড় অর্জনই। আর এমন শুরুকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে নিশ্চিতভাবে বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাগতিক হয়েও বাংলাদেশকে কেন প্রাথমিক পর্বে খেলতে হচ্ছে- পুরনো এ প্রশ্নের উত্তর দিতে পারবেন বিসিবির কর্তাব্যক্তিরা। যদিও প্রশ্নটি সতর্কতার সঙ্গে ‘ডাক’ করে যান তাঁরা। তবে আফগানিস্তানকে ক্রিকেট মাঠে কেন নতজানু করা যাবে না- এ প্রশ্নের উত্তরটা কাল ঠিকঠাক দিয়েছেন মুশফিকুর রহিমরা। টুর্নামেন্টের প্রথম বলেই মাশরাফি বিন মর্তুজার উইকেট প্রাপ্তি, মাহমুদ উল্লাহর দুর্দান্ত ক্যাচ নেওয়া এবং নিখুঁত থ্রোতে সাব্বির রহমানের করা রান আউট- কাল যা চেয়েছে, তা-ই পেয়েছে বাংলাদেশ। অবশ্য যেকোনো ম্যাচে একজনের কাছেই সবচেয়ে বেশি ‘চাওয়া’ থাকে দলের। মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়ে সেটি মিটিয়েছেনও সাকিব আল হাসান।
এ সংক্রান্ত আরো খবর
প্রথম পাতা – এর আরো খবর
– See more at: http://www.kalerkantho.com/print-edition/first-page/2014/03/17/62603#sthash.HnIHLV6A.dpuf