Published On: Mon, Jul 1st, 2013

বর্ষায়ও উজ্জ্বল ত্বক, সুন্দর চুল

Share This
Tags

sআমাদের ত্বক পরিস্কার এবং উজ্জ্বল লাগছে না, চুল, হাত-পায়ের অবস্থা শোচনীয়, তাহলে? এই বর্ষায় এসব সমস্যা  থেকে মুক্তি পেতে আমাদের ———-

ঋতু অনুযায়ী প্রস্তুতি আমাদের চেহারায় এনে দেবে ভিন্ন মাত্রা। এজন্য ত্বকের ধরণ বুঝে নিয়মিত পার্লারে গিয়ে ফেসিয়াল, পেডিকিউর মেনিকিউর করুন আর ঘরে নিন বাড়তি কিছু যত্ন।

ঘরে নিয়মিত যে যত্নগুলো নিতে পারেন:

স্বাভাবিক ত্বকের জন্য চন্দন বাটা-১ টেবিল চামচ, টমেটোর রস-১ চা চামচ, শসার রস-১ চা চামচ এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য পেস্তা বাদামের পেস্ট -১ টেবিল চামচ, মধু -১ চা চামচ, ডিমের কুসুম- ১ টি সব উপকরণ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি-১ টেবিল চামচ, গোলাপ জল-১ চা চামচ, লেবুর রস-১ চা চামচ

মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ঘরেই করতে পারেন হাত পায়ের যত্নও। বাসায় ফিরে গরম পানিতে শ্যাম্পু দিয়ে হাত পা ভিজিয়ে রেখে পরিস্কার করতে পারেন। তারপর ভালো কোনো ব্রান্ডের ময়েস্চারাইজার মেখে নিন।

চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। নিয়মিত নিজের যত্ন নিন।

 

Leave a comment

You must be Logged in to post comment.