Published On: Wed, Feb 3rd, 2016

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, চলাচল ব্যাহত

Share This
Tags

jmauna

সকালের ঘন কুয়াশার মধ্যে বঙ্গবন্ধু সেতুতে একসঙ্গে চারটি ট্রাক দুর্ঘটনায় পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ১৮ নম্বর খুঁটির কাছে এই দুর্ঘটনার পর উত্তরবঙ্গগামী লেইনে যান চলাচল বন্ধ রয়েছে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান। তিনি বলেন, ঘন কুয়াশার মধ্যে সেতুতে পরপর থাকা উত্তরবঙ্গগামী চারটি মালবোঝাই ট্রাকের মধ্যে ধাক্কা লাগে। ফলে কয়েকজন চালক ও সহকারী আহত হন এবং সেতুতে চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতুতে এর আগে গত ৯ জানুয়ারি একই ধরনের দুটি দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হন, আহত হন পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৪৫ জন। পরপর কয়েকদিন বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার পর কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটারে বেঁধে দেয় সরকার।