নতুন মিউজিক ভিডিও নিয়ে হৃদয় খান
নতুন মিউজিক ভিডিও আসছেন হৃদয় খান। ‘ছেড়ো না’ শিরোনামের এ গানটির গায়ক, সুরকার ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় নিজেই। লিখেছেন মিলন মাহমুদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এতে হৃদয়ের সঙ্গে মডেল হয়েছেন মেঘলা। আসছে সংগীতার ব্যানারে।
আগামীকাল রাত ৯টায় গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করা হবে। হৃদয় খান বলেন, ‘অনেক যত্ন নিয়ে গানটি করেছি। এই ধরনের গান এর আগে কখনো করিনি। শুনলেই শ্রোতারা সেটা বুঝতে পারবেন। ভিডিওতেও থাকছে নতুনত্ব। ’
হৃদয় খান আরো জানান, ভিডিওটির প্রকাশ উপলক্ষ্যে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আর রাত ৯টায় একটি লাইভ করবেন তিনি। লাইভে এই গান এবং ভিডিও তৈরির অভিজ্ঞতা শেয়ার করবেন ভক্তদের সঙ্গে। উপস্থিত থাকবেন এর সঙ্গে জড়িত অন্যান্যরা এবং কয়েকজন অতিথি।