নতুন এমপিদের শপথ আগামিকাল
দশম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গেজেটে ২৯০ জনের নাম প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচনে জয়ী হলেও গেজেট থেকে বাদ পড়েছেন যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাই তাদের নামে গেজেটে প্রকাশ হয়নি।