Published On: Wed, Jan 27th, 2016

দীর্ঘদিন পর এন্ড্র কিশোর

Share This
Tags

endri kishor

দীর্ঘ বিরতির পর প্লে-ব্যাক করলেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য সঙ্গীতশিল্পী এন্ড্র কিশোর। নবাগত নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ-এর পরিচালনায় গ্রামীণ প্রেক্ষাপটে রচিত সিনেমা ‘সোনার কাঠি’র জন্য গানটি গাইলেন তিনি। গানটির কথা ও সুর করেছেন অতনু তিয়াস। ‘ভালোবাসি আয় সখি, পরানে পরান রাখি’ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অটমনাল মুন।

গানটি সম্পর্কে এন্ড্রু কিশোর বলেন, অনেকদিন পর সুন্দর কথা ও সুরের একটি গান করলাম। গানটির কথার কাব্যময়তা শ্রোতাকে বিমোহিত করবে বলে আমার বিশ্বাস। এ সিনেমার জন্য আরো দুইটি গানের কাজ চলছে। তার একটি ‘ধরব কেমন করে তারে, ছাড়ব কেমন করে’, অন্যটি থিমসং ‘আসা যাওয়ার পথের ধারে’। এ দুটি গানেরও কথা-সুর অতনু তিয়াস এবং সঙ্গীত পরিচালনায় মুন।

উল্লেখ্য, এ ছবিতে কাস্টিংয়ের জন্য নতুন একঝাঁক অভিনেতা-অভিনেত্রী নিয়ে গ্রুমিং পর্ব চলছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত হবে, কে হচ্ছেন এ সিনেমার নায়ক-নায়িকা।