Published On: Fri, Jan 22nd, 2016

তাহসান গান গাইলেন ইমরানের সুরে

Share This
Tags

1618049876543

এ সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়কদের দুজন তাহসান ও ইমরান। গাওয়ার পাশাপাশি দুজনে সুর-সংগীতও করেন। এবার প্রথমবারের মতো ইমরানের সুর ও সংগীতে কণ্ঠ দিলেন তাহসান। ভালোবাসা দিবসকে সামনে রেখে রবিউল ইসলাম জীবনের কথায়, নিজের সুর-সংগীতে একটি মিক্সড অ্যালবাম প্রকাশ করবেন ইমরান। সেই অ্যালবামেরই দুটি গানে কণ্ঠ দিলেন তাহসান। ২০ জানুয়ারি দুপুরে ইমরানের মিউজিক ল্যাব স্টুডিওতে গান দুটির রেকর্ডিং হয়েছে। গান দুটির শিরোনাম ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’। লিখেছেন রবিউল ইসলাম জীবন। এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘গাওয়ার পাশাপাশি ইমরানের সুর-সংগীতও আমার খুব পছন্দ। এ গান দুটিও সে দারুণ বানিয়েছে। কথাও অসাধারণ। ভক্ত-শ্রোতারা গান দুটি পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।’ ইমরান বলেন, ‘তাহসান ভাই আমার প্রিয় একজন শিল্পী। তাঁর মতো শিল্পী আমার সুর-সংগীতে গেয়েছেন। এটা আমার জন্য ভালোলাগার মতই একটা ব্যাপার। তাঁর কণ্ঠ মাথায় রেখেই গানগুলো তৈরি করেছি। তিনি গেয়েছেনও দুর্দান্ত।’ নাম চূড়ান্ত না হওয়া এ অ্যালবামে তাহসান ছাড়াও ইমরান এবং আরেকজন জনপ্রিয় শিল্পীর কণ্ঠ দেওয়ার কথা রয়েছে। অ্যালবামটি প্রকাশ করবে সিডি চয়েস। অ্যালবামটি প্রযোজনাও করছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, গত বছর ভালোবাসা দিবসে রবিউল ইসলাম জীবনের কথা ও ইমরানের সুর-সংগীতে প্রকাশ পায় গায়িকা ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। সে অ্যালবামটি শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেন।

সুত্র – কালের কণ্ঠ