Published On: Mon, Mar 7th, 2016

জয় বাঙলা কনসার্ট আজ

Share This
Tags

joy bangla concert

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে এ বছরও আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। আজ (৭ মার্চ) ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজক হিসেবে থাকছে ইয়ং বাংলা।এদিকে এক সংবাদ বিজ্ঞপিতে সিঅারআই জানিয়েছে, গেট ওপেন করার সময় পিছিয়ে দেয়া হয়েছে। দুপুর দেড়টার পরিবর্তে গেট ওপেন হচ্ছে বিকেল ৩ টায়। আর বিকেল সাড়ে ৩টার কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

দেশের যুব সমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের মাধ্যমে অনুপ্রাণীত করতে ইয়ং বাংলার এই আয়োজন। এবারের কনসার্টে স্টেজে থাকছে দেশের শীর্ষ সাত ব্যান্ড দল।
৭ মার্চ বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেজ মাতাতে থাকছে- ওয়ারফেজ, শিরোনামহীন, আর্বো ভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস এবং শূন্য। এ ছাড়াও এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লেজার শো’র মাধ্যমে নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা তুমি’ কবিতা। এ ছাড়াও লেজার শো’র মাধ্যমে দেখানো হবে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।