Published On: Wed, Aug 21st, 2013

জয়ের ফেইসবুক পেইজ স্বীকৃত

Share This
Tags

1146674_620209618024139_994583811_nপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুক পাতা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার রাতে জয়ের নামে খোলা https://www.facebook.com/sajeeb.a.wazed.পেইজকে স্বীকৃতি দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।স্বীকৃতির নিদর্শন হিসেবে এই পেইজের প্রোফাইল ছবির সঙ্গে জয়ের নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড পেইজ’ লেখা ভেসে উঠছে।ফেইসবুকে জয়ের নামে অনেকগুলো পেইজ খোলা থাকলেও এটিই তার অফিসিয়াল পেজ।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল তার ফেইসবুক পেইজের ওয়ালে লিখেছেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক এটাই প্রথম কোন বাংলাদেশি নাগরিকের পেজের অফিসিয়াল স্বীকৃতি অর্জন।’

Leave a comment

You must be Logged in to post comment.