চীনে ভয়াবহ ভূমিকম্প
সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ৮ টায় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্পে ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন জিওলজিকাল সার্ভে অনুযায়ী, ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প দেশটির বিভিন্ন স্থানে আঘাত হানে।
এদিকে চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, গানসু প্রদেশের মিনজিয়ান ও ঝাংজিয়ান কাউন্টি দুটিতে ভূমিকম্প হয়। এছাড়া দিংজি, লংনান, টিয়ানশুই শহরগুলোতেও ভূকম্পন অনুভূত হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, ভূমিকম্পের সময় তারা প্রবল ঝাকুনি অনুভব করে। এ সময় ঘরবাড়ি দুলতে থাকে। ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়।
সূত্র : বিবিসি, সিএনএন।