চট্টগ্রামে এয়ার এরাবিয়ার ইঞ্জিন বিকল পাখির ধাক্কায়
পাখির ধাক্কায় ইঞ্জিন বিকল হয়ে পড়েছে শারজাহগামী এয়ার এরাবিয়ার একটি এয়ারক্রাফটের।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার সকাল পৌনে ১০ টার দিকে ঘটে এ ঘটনা। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ওই ফ্লাইটের ১৬১ যাত্রী।
বিমান বন্দর সূত্র জানান, এয়ারক্রাফটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমান উড্ডয়নের সময় ইঞ্জিনের সঙ্গে পাখির ধাক্কা খেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।, উড্ডয়নের সময় ইঞ্জিনে ‘বার্ড কিক’ হলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এয়ারক্রাফটটি আবার ফিরে আসে। পরে যাত্রীদের হোটেলে পাঠিয়ে দেওয়া হয়। যাত্রার শিডিউল পরিবর্তন করে আজ ভোর চারটায় নির্ধারণ করা হয়েছে।