গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন ব্যবসা প্রতিষ্ঠান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাট ঘটে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আড়াইটার দিকে হঠাৎ করেই তারা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। আগুনে একে একে তিনটি দোকান পুড়ে হয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।