Published On: Wed, Mar 2nd, 2016

গাজীপুরের শ্রীপুরে স্পিনিং মিলে আগুন

Share This
Tags

gazipur fire

গাজীপুরের শ্রীপুরে শাহজাহান স্পিনিং মিলে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।   শ্রীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. সানা উল্যাহ জানান, রাত ১টার দিকে শ্রীপুরের কেওয়া বকুলতলা এলাকার শাহজাহান স্পিনিং মিলের দোতলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কারখানার তুলা ও মেশিনপত্র পুড়ে গেছে।