ক্রিকেট অনুরাগীদের প্রতিবাদ শাহবাগে
ক্রিকেট বিশ্বের ৩ দেশের অন্যায্য দাবি ও বাংলাদেশের ক্রিকেটের টেস্ট মর্যাদাকে হুমকির মুখে ফেলে দেওয়ার প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় এই প্রতিবাদের আয়োজন করা হয়েছে। ফেইসবুক ইভেন্টের মাধ্যমে আহ্বানকৃত ক্রিকেট অনুরাগীরা বিকেল ৪টায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। ইতিমধ্যে ফেইসবুকের ওই ইভেন্টে সাড়ে ৭ হাজারেরও বেশি ক্রিকেটভক্ত ‘গোয়িং’ বাটন চেপে অবস্থান কর্মসূচিতে যাওয়ার কথা জানিয়েছেন। এবং আমন্ত্রিত অবস্থায় পৌনে এক লক্ষাধিক ক্রিকেট অনুরাগী রয়েছেন। প্রায় দেড় হাজারের মত আসার সম্ভানার কথা জানিয়ে ইভেন্টের প্রতীকে রয়েছেন।
ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রস্তাবিত ‘পজিশন পেপার’-এ বিসিবির অবস্থান কী হবে, এ নিয়ে কাল ভোটাভুটি হয়েছে বোর্ড সভায়। সেখানে ২০-৩ ভোটে ওই তিন দেশের সমর্থনের পক্ষে মত এসেছে। এর আগে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রস্তাবিত ‘পজিশন পেপার’ এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাসহ ক্রিকেট বিশ্বে ঝড় ওঠে।
ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় বোর্ড অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে আইসিসির পুরো নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এ লক্ষ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেহারা পাল্টে ফেলার প্রস্তাব আনা হচ্ছে। দুবাইয়ে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি আইসিসির বৈঠকে এ নিয়ে একটি খসড়া প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।