Published On: Sat, Jan 25th, 2014

ক্রিকেট অনুরাগীদের প্রতিবাদ শাহবাগে

Share This
Tags
image_44823.1689324_583917391689999_802470717_nশনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে প্রতিবাদের স্থানের পরিবর্তে শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বাংলাদেশের ক্রিকেটভক্ত ও অনুরাগীরা। প্রথমে  মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ও বিসিবির সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা ফেসবুক ইভেন্টের মাধ্যমে জানানো হলেও আসন্ন শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর ও এদিন শ্রীলঙ্কান দলের প্র্যাক্টিস থাকায় ভেন্যুর পরিবর্তন করা হয়।  এছাড়া আসন্ন এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হওয়ায় অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হয় বলে সূত্রে জানা গেছে।

ক্রিকেট বিশ্বের ৩ দেশের অন্যায্য দাবি ও বাংলাদেশের ক্রিকেটের টেস্ট মর্যাদাকে হুমকির মুখে ফেলে দেওয়ার প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় এই প্রতিবাদের আয়োজন করা হয়েছে। ফেইসবুক ইভেন্টের মাধ্যমে আহ্বানকৃত ক্রিকেট অনুরাগীরা বিকেল ৪টায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।  ইতিমধ্যে ফেইসবুকের ওই ইভেন্টে সাড়ে ৭ হাজারেরও বেশি ক্রিকেটভক্ত ‘গোয়িং’ বাটন চেপে অবস্থান কর্মসূচিতে যাওয়ার কথা জানিয়েছেন। এবং আমন্ত্রিত অবস্থায় পৌনে এক লক্ষাধিক ক্রিকেট অনুরাগী রয়েছেন। প্রায় দেড় হাজারের মত আসার সম্ভানার কথা জানিয়ে ইভেন্টের প্রতীকে রয়েছেন।

ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রস্তাবিত ‘পজিশন পেপার’-এ বিসিবির অবস্থান কী হবে, এ নিয়ে কাল ভোটাভুটি হয়েছে বোর্ড সভায়। সেখানে ২০-৩ ভোটে ওই তিন দেশের সমর্থনের পক্ষে মত এসেছে। এর আগে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রস্তাবিত ‘পজিশন পেপার’ এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাসহ ক্রিকেট বিশ্বে ঝড় ওঠে।
ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় বোর্ড অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে আইসিসির পুরো নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এ লক্ষ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেহারা পাল্টে ফেলার প্রস্তাব আনা হচ্ছে। দুবাইয়ে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি আইসিসির বৈঠকে এ নিয়ে একটি খসড়া প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

Leave a comment

You must be Logged in to post comment.