এক্স সিরিজ আসছে নতুন রূপে
অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়া এক্স সিরিজের স্মার্টফোনে কিছু পরিবর্তন করে তা বাজারে আনবে মাইক্রোসফট। এ বছরের ফেব্রুয়ারিতেই এক্স সিরিজের স্মার্টফোন বাজারে এনেছে নকিয়া। সম্প্রতি নকিয়ার মোবাইল বিভাগটি কিনে নিয়েছে মাইক্রোসফট।
২৪ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উপলক্ষে ‘এক্স’, ‘এক্স প্লাস’ ও ‘এক্সএল’ নামে অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড সংস্করণের তিনটি ফোন উন্মুক্ত করেছিল নকিয়া।
বাজার গবেষকেরা জানিয়েছেন, এক্স সিরিজে নতুন প্রজন্মের স্মার্টফোন আনবে মাইক্রোসফট। নতুন স্মার্টফোনে হোম বাটন যুক্ত করবে প্রতিষ্ঠানটি। এখনকার এক্স সিরিজের স্মার্টফোনগুলোতে হোম বাটন না থাকায় ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে নকিয়াকে।
মাইক্রোসফট অবশ্য আনুষ্ঠানিকভাবে এই স্মার্টফোন সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।