উপস্থাপনায় শাফিন আহমেদ
ব্যান্ড দল নিয়ে একটি সংগীতানুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করবেন শাফিন আহমেদ। অনুষ্ঠানের নাম ‘রিদম অফ ব্যান্ড’। এই অনুষ্ঠানে প্রতিশ্রুতিশীল নতুন ব্যান্ড দলগুলো পারফর্ম করবে। ‘রিদম অফ ব্যান্ড’ নামের এই অনুষ্ঠান প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে। প্রযোজনা করছেন লিটু সোলায়মান। শাফিন আহমেদ একাধারে গীতিকার ও সুরকার এই তারকা ২০১০ সালের জানুয়ারিতে মাইলস থেকে বেরিয়ে এসে নিজে প্রতিষ্ঠা করেন ‘রিদম অফ লাইফ` নামের একটি ব্যান্ড। তারপর মান-অভিমান কাটিয়ে আবারো তিনি মাইলসের সাথে যুক্ত হয়েছেন। খুব শিগগিরই ‘মিডনাইট ফ্যালকন’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করবেন শাফিন আহমেদ। গোয়ন্দাধর্মী নাটকটিতে মূল চরিত্রে দেখা যাবে শাফিনকে।