উইলিয়াম জন্মদিনে হেলিকপ্টার উপহার পেলেন
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ নাতি প্রিন্স উইলিয়ামকে এবার তাঁর জন্মদিনে একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন। বিলাসবহুল ওই হেলিকপ্টারের দাম এক কোটি ১০ লাখ মার্কিন ডলার৷ খবর সিবিএস নিউজের৷ ২১ জুন ৩২ বছরে পা দিয়েছেন প্রিন্স উইলিয়াম। এ উপলক্ষে তাঁকে ওই হেলিকপ্টারটি দিয়েছেন রানি। ডেইলি মিরর জানায়, বাবা প্রিন্স চার্লসের পর ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার প্রিন্স উইলিয়ামের জন্য রানি এলিজাবেথ হেলিকপ্টারটি ইজারা নেন৷ হেলিকপ্টারটির মডেল হচ্ছে ২০০৮ অগাস্টা১০৯এস গ্রান্ড৷ শীতাতপনিয়ন্ত্রিত এই হেলিকপ্টারে একজন পাইলট ও সাতজন যাত্রী বহন করা যায়৷ খালি অবস্থায় এর ওজন এক টন ৬০০ কিলোগ্রাম৷ উইলিয়াম
ও তাঁর স্ত্রী কেট রাজকীয় বিভিন্ন কাজে হেলিকপ্টারটি ব্যবহার করবেন। তবে রাজপরিবারের অন্য সদস্যরাও সেটি ব্যবহার করতে পারবেন। উইলিয়াম হেলিকপ্টার চালনায় দক্ষ। তিনি রয়েল এয়ারফোর্সে কাজ করেছেন৷ পেশাগতভাবে তিনি ফ্লাইট লে. উইলিয়াম ওয়েলস নামে পরিচিত৷ উইলিয়াম অনুসন্ধান ও উদ্ধার পাইলট হিসেবে ২০০৯ সালে ওয়েলসের আরএএফ ভ্যালিতে প্রশিক্ষণ নেন৷ ২০১১ সালে কানাডা সফরকালে তিনি সি কিং উড়োজাহাজে করে পানিতে অবতরণ করেন৷ ২০১২ সালে ফকল্যান্ড দ্বীপেও তিনি উড়োজাহাজ চালান৷ একমাত্র সন্তান প্রিন্স জর্জের জন্মের দুই মাস পর ২০১৩ সালে তিনি সশস্ত্র বাহিনী থেকে অবসর নেন৷ উপহার পাওয়া হেলিকপ্টারটি প্রিন্স উইলিয়াম নিজেই চালাবেন কি না, তা স্পষ্ট নয়। হেলিকপ্টারটি সাড়ে চার ঘণ্টা আকাশে থাকতে সক্ষম। এটি টানা ৫৩০ মাইল উড়তে পারে।