Published On: Mon, Jul 29th, 2013

আবিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

Share This
Tags

1361281772abidaক্লোজআপ ওয়ান’ তারকা আবিদ শাহরিয়ারের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এই দিনে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেন তিনি। এই দুর্ঘটনায় আরও প্রাণ হারান আবিদের সহকর্মী মুত্তাকিন ও আশিক। তাঁরা তিনজনই মাত্রায় কর্মরত ছিলেন। রাজধানীর বেঙ্গল ক্যাফেতে গতকাল রোববার বিকেলে তাঁদের স্মরণে মাত্রা পরিবার আয়োজন করে এক স্মৃতিচারণা ও দোয়া অনুষ্ঠান। এখানে উপস্থিত ছিলেন মাত্রার ব্যবস্থাপনা অংশীদার আফজাল হোসেন ও সানাউল আরেফীন।
এদিকে গত শুক্রবার আবিদ স্মরণে আলোচনা ও স্মারক প্রকাশনা অনুষ্ঠিত হয় খুলনায়। উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে আবিদ স্মৃতি পরিষদ।

Leave a comment

You must be Logged in to post comment.