আজ ঢাকায় আসছেন ড্রিম গার্ল হেমা মালিনী
এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী হেমা মালিনী আজ ঢাকায় আসছেন। বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি।
শালিমারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেই তার এ সফর। আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ ‘ঢাকা শালিমার নাইট’-এ অংশ নেবেন ৬৪ বছর বয়সী এ কিংবদন্তি অভিনেত্রী।
এ আয়োজনের মাধ্যমেই বাংলাদেশে শালিমার নারকেল তেলের বাজারজাতকরণ শুরু হবে। আজ বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আধঘণ্টার এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন হেমা।
তারপর সন্ধ্যায় শালিমার নাইটে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালেই ভারতে ফিরে যাবেন তিনি।