Published On: Sun, Jun 23rd, 2013

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: আহত ২০

Share This
Tags

50470বিএনপির  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার সময় শহরের চৌরাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, বিক্ষোভ মিছিল বের করার সময় আওয়ামী লীগ কর্মীরা বাধা দিলে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয় পরে।এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ একে অপরের উপর দেষারোপ করেন।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সল আমিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বালিয়াডাঙ্গীতে যান। তিনি জানান , বাঁধার মুখেও সমাবেশ করা থেকে বিএনপিকে বিরত করতে পারেনি ক্ষমতাসীনরা।

Leave a comment

You must be Logged in to post comment.